ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পানিতে ডুবে আব্দুল হাকিম (৫) নামে এক বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

বাড়ির পাশের পুকুরে খেলতে নেমে এই দুর্ঘটনা ঘটে।

আব্দুল হাকিম উপজেলার রহনপুর পৌর মহল্লার হিরুপাড়া ডালিমের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে দিকে বাড়ির পাশের পুকুরের পানিতে খেলতে নেমে ওই শিশুটি ডুবে মারা গেছে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।