ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

সাপ্তাহিক ছুটির দিনেও চলবে কুড়িগ্রাম এক্সপ্রেস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
সাপ্তাহিক ছুটির দিনেও চলবে কুড়িগ্রাম এক্সপ্রেস

ঢাকা: তিন দিনের সরকারি ছুটির কারণে ঘরমুখী মানুষের ভিড়ের কথা বিবেচনায় এনে কুড়িগ্রাম এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) রেলওয়ে বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

রেলওয়ে বিভাগ জানায়, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ছুটি এবং ১৭ ও ১৮ ডিসেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ তিন দিনের সরকারি ছুটির কারণে ঘরমুখী মানুষের ভিড়ের কথা বিবেচনায় এনে আগামী ১৫ ডিসেম্বর আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে।  

টিকিট অনলাইন ও কাউন্টারে পাওয়া যাচ্ছে বলে জানায় রেলওয়ে বিভাগ।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।