ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

বাসা ভাড়া দিয়েও ক‌লেজছাত্রী জি‌ম্মি, ৯৯৯ এ কল দিয়ে রেহাই 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
বাসা ভাড়া দিয়েও ক‌লেজছাত্রী জি‌ম্মি, ৯৯৯ এ কল দিয়ে রেহাই 

টাঙ্গাইল: টাঙ্গাইলে বাসা ভাড়া প‌রি‌শো‌ধের পরও এক ক‌লেজ ছাত্রী‌কে জি‌ম্মি ক‌রে রে‌খে‌ছিলেন কামরুল হাসান না‌মে এক বাড়ির মা‌লিক। প‌রে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল ক‌র‌লে পু‌লিশ গি‌য়ে তা‌কে উদ্ধার ক‌রে।

 

সোমবার (১৩ ডি‌সেম্বর) বি‌কে‌লে টাঙ্গাইল পৌরসভার বেতকার মু‌ন্সিপাড়ার কামরুল হাসান ঠান্ডু ১০ মা‌সের ভাড়া দাবি ক‌রে ওই ছাত্রী‌কে বাসায় জি‌ম্মি ক‌রে রা‌খেন।  
ওই ক‌লেজছাত্রী সরকা‌রি কুমু‌দিনী ক‌লে‌জের অনা‌র্স দ্বিতীয় ব‌র্ষের শিক্ষার্থী।  

জানা যায়, বেতকা মু‌ন্সিপাড়া কাউন্সিলর মো‌র্শেদের বাসা সংলগ্ন এলাকার কামরুল হাসান ঠান্ডুর বাসায় গত চার মাস আগে মেস ভাড়া নেন কুমু‌দিনী ক‌লে‌জের ওই শিক্ষার্থী। প‌রে ওই ছাত্রী চল‌তি মা‌সের ভাড়া প‌রি‌শোধ ক‌রে বাসা ছে‌ড়ে দেওয়ার কথা জানান মা‌লিক‌কে। কিন্তু এক মা‌সের ভাড়া বাড়তি দি‌লেও বাসার মালিক অগ্রিম আরো দশ মা‌সের ভাড়া দাবি ক‌রে ওই ছাত্রী‌কে জি‌ম্মি ক‌রে রা‌খেন। ওই ছাত্রী‌ বাসা ছে‌ড়ে দি‌তে চাইলে তা‌কে হুম‌কি ও অশ্লীল ভাষায় বকাঝকা ক‌রে বাসায় জি‌ম্মি ক‌রে রা‌খা হয়। একপর্যায়ে ওই শিক্ষার্থী জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল ক‌রেন। প‌রে টাঙ্গাইল সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আয়নুল ইসলা‌মের নেতৃ‌ত্বে পু‌লিশের এক‌টি দল ঘটনাস্থ‌লে গি‌য়ে ওই ছাত্রী‌কে উদ্ধার ক‌রে। এর আগে বাসার মা‌লি‌কের ভাই ক‌্যাডার জাহাঙ্গী‌রের নেতৃ‌ত্বে পুলি‌শের উপ‌স্থি‌তি‌তে সাংবা‌দিক‌দের ওপর হামলার চেষ্টা ক‌রা হয়। এছাড়া ওই ক‌লেজছাত্রী‌কে অশ্লীল ভাষায় বকাঝকাও ক‌রা হয়।  

ওই ক‌লেজছাত্রী জানান, চল‌তি মা‌সের ভাড়া প‌রি‌শোধ করে বাসা ছাড়‌তে চাইলে বাসার মা‌লিক আরো ১০ মা‌সের ভাড়া দাবি ক‌রে তাকে জি‌ম্মি ক‌রে রা‌খেন। এছাড়া অশ্লীল ভাষাসহ গালিগালাজ করে বি‌ভিন্ন হুম‌কি দি‌তে থা‌কেন। প‌রে বিপ‌দের কথা চিন্তা ক‌রে ৯৯৯ এ কল কর‌লে পু‌লিশ এসে আমাকে উদ্ধার ক‌রে।  

বাসার মা‌লিক কামরুল হাসান ঠান্ডু ব‌লেন, বাসা ছে‌ড়ে দি‌লেও ১০ মাসের ভাড়া বাড়‌তি দি‌তে হ‌বে। না হ‌লে নতুন ভাড়া‌টিয়া খুঁজ‌তে দে‌রি হলে, সে সময়ের মেস খালি থাকবে, আর তাতে আর্থিক ক্ষতি হবে আমার। আইন টাইন বু‌ঝি না, আমা‌কে বাড়‌তি টাকা দি‌য়ে ওই ছাত্রীকে বাসা ছাড়‌তে হ‌বে।  

এদিকে কামরুল হাসা‌নের ভাই জাহাঙ্গীর হো‌সেন সাংবা‌দিক‌দের বিরু‌দ্ধে চাঁদাবা‌জির মামলা করার হুমকি দেন।  

টাঙ্গাইল সদর থানার এএসআই আয়নুল ইসলা‌ম ব‌লেন, ৯৯৯ নম্ব‌রে ফোন কল পে‌য়ে ঘটনাস্থ‌লে গি‌য়ে ওই ছাত্রী‌কে উদ্ধার ক‌রা হয়। ত‌বে বাসার মা‌লিক উগ্র প্রকৃ‌তির মানুষ। ওই ছাত্রী‌কে জি‌ম্মি ক‌রে বাড়‌তি টাকা আদা‌য়ের চেষ্টা ক‌রেন বাসার মা‌লিক কামরুল হাসান।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।