ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রায়পুরায় চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
রায়পুরায় চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় পারিবারিক দ্বন্দ্বের জেরে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. সেলিম মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে, শনিবার বিকেলে উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের চর আড়ালিয়া গ্রামে সম্পত্তি ভাগাভাগি সংক্রান্ত পারিবারিক দ্বন্দ্বের জেরে সেলিমের আপন চাচা তাকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ সেলিমের পরিবারের।

সেলিম চড় আড়ালিয়া এলাকার আবুল বাদশার ছেলে। সে দীর্ঘদিন প্রবাসে থেকে গত পনের দিন আগে দেশে ফিরেছেন।

অন্যদিকে, সেলিমের চাচা অভিযুক্ত ব্যক্তির নাম মো. ইলিয়াস (৫০ ) ।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায় , দীর্ঘদিন ধরেই চর আড়ালিয়া গ্রামের  ইলিয়াস এবং তার বড় ভাই আবুল বাদশার মধ্যে সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিলো। বিরোধের জেরে গত শনিবার  দুপুরে দুই ভাইয়ের পরিবারের সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা হয়। তবে বিকেল ওই বাকবিতণ্ডা রূপ নেয়। বাকবিতাণ্ডার এক পর্যায়ে ইলিয়াস তার বড় ভাইয়ের ছেলে সেলিম মিয়াকে ছুরিকাঘাত করেন। এতে সেলিম গুরুতর আহত হলে তাকে নরসিংদী সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা নিউ লাইফ হাসপাতালে ভর্তি করে পরিবার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মারা যান।

চর আড়ালিয়া ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারনেই এই হত্যাকাণ্ড। সেলিমের পিঠে বা পাশে ছুরির আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

রায়পুরা থানার হাসনাবাদ বাজার পুলিশ ফাঁড়ির এস আই আতিকুর রহমান ভূঞা বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। চাচার ছুরিকাঘাতেই ভাতিজা নিহত হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।