ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পুত্রবধূকে সিগারেটের ছ্যাঁকা!

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
পুত্রবধূকে সিগারেটের ছ্যাঁকা! আহত গৃহবধূ

সাভার (ঢাকা): ঢাকার সাভারে সিগারেটের ছ্যাঁকা ও গরম পানি দিয়ে পুত্রবধূর শরীর ঝলসে দেওয়ার অভিযোগে শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।  ভুক্তভোগী পুত্রবধূ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

 

রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে আসামিদের ঢাকার আদালতে পাঠানো হয়।  

এর আগে শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ৬ জনের নাম উল্লেখ করে মামলা করেন ভুক্তভোগী। পরে রাতে সাভারের গেন্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী শান্তা ইসলাম সাভার পৌরসভার গেন্ডা এলাকার জহিরুল ইসলাম সাগরের স্ত্রী। ওই নারী যশোরের ঝিকরগাছা থানার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা। জহিরুল ইসলাম সাভারের গেন্ডা এলাকার নজরুল ইসলামের ছেলে।

গ্রেফতার আসামিরা হলেন- ভুক্তভোগী শান্তার শ্বশুর নজরুল ইসলাম (৫০) ও শাশুড়ি খুরশিদা বেগম খুশি (৪০)। মামলার অন্যান্য আসামিরা হলেন- শান্তার স্বামী জহিরুল ইসলাম সাগর (২৫), সাগরের মামাতো ভাই নিরব হোসেন শাওন (২৬), সাইফুল ইসলাম (৩৫) ও জুলহাস (৩০)।

ভুক্তভোগী জানান, প্রায় দুই বছর আগে সাগর ও তার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সাগরের বাড়িতে অনশন করে তাদের বিয়ে হয়। শান্তা পরিবারের অমতে বিয়ে করায় পরিবারের সঙ্গে তার তেমন যোগাযোগ ছিল না। কিন্তু সাগর যৌতুকের জন্য চাপ প্রয়োগ করায় অনেক কষ্টে মায়ের মাধ্যমে কিছু টাকা এনে দেন। আবারও টাকা দাবি করলে স্বামীর সঙ্গে ধামরাইয়ে বাসা ভাড়া নিয়ে পোশাক কারখানায় কাজ নেন শান্তা। তার পরেও চলতে থাকে নির্যাতন।

শান্তার অভিযোগ, গত ১৩ই ডিসেম্বর কৌশলে তাকে মোবাইলে কল করে নামা গেন্ডা এলাকার বাড়িতে ডেকে নেন সাগর। গাড়ি থেকে নামতেই তার চোখ বেঁধে নির্যাতন শুরু করে। প্রায় ঘণ্টাখানেক পরে তার চোখ খুললে দেখেন তিনি শ্বশুরবাড়িতে। এসময় তারা আবারও মারধর করে মুখে বিষ ঢেলে দেন। পরে শরীরের বিভিন্ন স্থানে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা ও গরম পানি ঢেলে দেন। যন্ত্রণা সহ্য করতে না পেরে নির্যাতনকারীদের ধাক্কা দিয়ে দৌড়ে এসে উঠানে পড়ে যান তিনি। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসা শেষে শনিবার মামলা দায়ের করলে দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে। মামলা হওয়ার সঙ্গে সঙ্গেই দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।