ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কর্ণফুলী গার্ডেনে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
কর্ণফুলী গার্ডেনে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় মামলা

ঢাকা: রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের চার তলায় দুটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

তিনি জানান, কর্ণফুলী মার্কেটের দুটি স্বর্ণের দোকানে চুরির ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মোহনা জুয়েলার্সের মালিক বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলায় সাড়ে ৫ কোটি টাকার স্বর্ণ লুট হয়েছে এবং অজ্ঞাত চোর বা চোরেরা এই ঘটনা ঘটিয়েছেন বলে মামলায় উল্লেখ করেছেন বাদী।

ওসি বলেন, চুরির ঘটনায় দায়েরকৃত মামলাটির তদন্ত চলছে। সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের চার তলায় মোহনা জুয়েলার্স ও জুয়েল অ্যাভিনিউ নামে দুটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। পাশের ভবন হয়ে মার্কেটের বাথরুমের এক্সট্রাকশন ফ্যান খুলে প্রবেশ করে দুটি দোকানের প্রায় সকল অলঙ্কারই লুট করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, যে দুটি স্বর্ণের দোকানে চুরি হয়েছে এর একটি মোহনা জুয়েলার্স ছিল মার্কেটের সবচেয়ে জমজমাট দোকান। জুয়েল অ্যাভিনিউ নামে চুরি হওয়া আরেকটি দোকান ছিলো সুসজ্জিত, এই দোকানে স্বর্ণালঙ্কার কম থাকলেও ডায়মন্ডের দামি অলঙ্কার ছিল।

চুরি হওয়া দুটি দোকান পাশাপাশি নয় বরং চতুর্থ তলার দুই পাশে। যেভাবে চোর প্রবেশ করে দীর্ঘ সময় ধরে চুরি করেছে, এ থেকে ধারনা করা হচ্ছে এটি ছিল পূর্ব পরিকল্পিত। এমনকি চুরির আগে বেশ ভালোভাবেই ঘটনাস্থল রেকি করা হয়।

মার্কেটের দোকান মালিক সমিতি জানায়, সিসিটিভি ফুটেজে দুই চোরকে দেখা গেছে, তারা বাথরুম হয়ে ভেতরে প্রবেশ করেছে এবং সেখান দিয়ে বের হয়ে যেতে দেখা গেছে।

আরও পড়ুন: কর্ণফুলী গার্ডেনে দুটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।