ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

র‍্যাবের অভিযানে জেএমবি সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
র‍্যাবের অভিযানে জেএমবি সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (১৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।

১৮ ডিসেম্বর রাতে ঢাকার ডেমরা থানাধীন শহর পল্লী আবাসিক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিদ্ধিরগঞ্জ থানার মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. শাহাব উদ্দিনকে (৬১) গ্রেফতার করা হয়। তিনি সিদ্ধিরগঞ্জ পাইনাদী নতুন মহল্লার মৃত গোলাম মোস্তফার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার আসামি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।