ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থীকে কুপিয়ে হত্যাচেষ্টা

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
শিক্ষার্থীকে কুপিয়ে হত্যাচেষ্টা রাব্বিল আল-আমিন সিফাত

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় রাব্বিল আল-আমিন সিফাত (১৯) নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যাচেষ্টা করেছে সন্ত্রাসীরা।

বুধবার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে বাংলানিউজকে এ তথ্য জানান আহত সিফাতের বাবা সুলতান মাহমুদ।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের বাঁশবাড়ী এলাকায় কুপিয়ে হত্যাচেষ্টার এ ঘটনা ঘটে।

সিফাত বিএসবি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

সিফাতের বাবা জানান, মঙ্গলবার রাতে ছেলে সিফাত কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে বাঁশবাড়ী এলাকায় বেড়াতে যান। কিন্তু সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসী আলমগীর, রিপন, বাসেদ, নজরুল ও রিপনসহ সিফাতকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং একপর্যায়ে মৃত ভেবে পালিয়ে যায়। পরে সিফাতের সঙ্গে থাকা বন্ধুরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ভর্তি করে। মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় সিফাতের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা।
সিফাত বর্তমানে ওই হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, যারা আমার ছেলেকে মেরেছে, এরা এলাকার খারাপ লোক। প্রশাসনের কাছে আমার অনুরোধ বিষয়টি নিয়ে যেন সুষ্ঠু তদন্ত করেন। আমি থানায় গিয়ে অভিযোগ করবো।  

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি, তদন্ত) জিয়াউল ইসলাম বাংলানিউজকে বলেন, বিষয়টি আমার জানা নেই। এখনো বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।