ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বংশী নদী দখল-দূষণ: ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
বংশী নদী দখল-দূষণ: ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা: বংশী নদীতে দূষণ এবং নদী তীরবর্তী এলাকায় অবৈধ দখল করায় ১০ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

হাইকোর্টের নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরস্থ মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা যৌথ উদ্যোগে এ ব্যবস্থা নেয়।

বংশী নদীর তীরবর্তী এলাকায় অবৈধ দখল ও দূষণের জন্য নয়ারহাট, আশুলিয়া, সাভার, ঢাকায় অবস্থিত রিয়া এন্টারপ্রাইজ, আছিয়া এন্টারপ্রাইজ, খালেক এন্টারপ্রাইজ, রহমান এন্টারপ্রাইজ, মামুন এন্টারপ্রাইজ (মাসুদ), হাজী জনাব আলী এন্টারপ্রাইজ, গাজী এন্টারপ্রাইজ, একতা এন্টারপ্রাইজ, মামুন এন্টারপ্রাইজ (কাওছার) নামক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে প্রতিটিকে ৫০ হাজার টাকা করে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা এবং হেমায়েতপুর, সাভার, ঢাকা এলাকায় কালাম ফ্যাশন অ্যান্ড ওয়াশ নামক প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব ও হায়াত মাহমুদ রকিব এবং পরিদর্শক প্রতীক ইসলাম ও ফাতেমা-তুজ-জোহরা।

বংশী নদীর তীরবর্তী এলাকায় অবৈধ দখল ও দূষণের বিরুদ্ধে ভবিষ্যতে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এমইউএম/জেআইএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।