ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুন আর চিনি দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
চুন আর চিনি দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়!

মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকায় এক মণ রসের সঙ্গে এক মণ চিনি ও চুন দিয়ে দুই মণ খেজুরের ভেজাল গুড় তৈরি করছেন মৌসুমি ব্যবসায়ীরা। এমন খবর পেয়ে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেন।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে ভোক্তা অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচারক আসাদুজ্জামান রুমেল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বাংলানিউজকে বলেন, মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকার ঐতিহ্যবাহী হাজারী গুড়ের সুনাম রয়েছে দেশজুড়ে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা চিনি আর চুন মিশিয়ে ভেজাল গুড় তৈরি করছে। উপজেলার ঝিটকা, মজমপাড়া, হাপানিয়া ও গোপিনাথপুর এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী সেন্টু মিয়াকে ৮০০০ টাকা, রমজান মিয়াকে ৪০০০ টাকা ও মজনু মিয়াকে ৬০০০ টাকা জরিমানা করা হয়। পুনরায় এই প্রক্রিয়ায় গুড় তৈরি না করতে সতর্ক করা হয়। ভোক্তা অধিদপ্তরের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।