ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উলিপুরে চুলার আগুনে সর্বস্বান্ত ২ পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
উলিপুরে চুলার আগুনে সর্বস্বান্ত ২ পরিবার

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় চুলার আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পরিবার সর্বস্ব হারিয়েছেন দুই কৃষকের পরিবার।

বুধবার (২২ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সাতভিটা গ্রামের দুই কৃষক পরিবারের বাড়ীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে কৃষক কনছের আলী ও মকবুল হোসেনের বাড়ির রান্নাঘর, গোয়ালঘর, বসত ঘর সহ সবকিছু ভস্মীভূত হয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুড়াবুড়ি ইউনিয়নের পশ্চিম সাতভিটা গ্রামের কনছের আলীর রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটলে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী মকবুল হোসেনের বাড়িও ভস্মীভূত করে। এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তীব্রতা বেড়ে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানায়, অগ্নিকাণ্ডে ৩টি ভেড়া ও একটি ছাগল জীবন্ত দগ্ধ হওয়ার পাশাপাশি দুটি বসত ঘর, দুটি রান্না ঘর, একটি গোয়ালঘর ও বাড়ির সব আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। এছাড়াও সদ্য কাটা ধানসহ ধানের আঁটিও পুড়ে গেছে।

উলিপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সাইফুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে যাতায়াতে রাস্তার অবস্থা খারাপ হওয়ায় পৌঁছাতে বেগ পেতে হয়েছে। আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার বাংলানিউজকে জানান, খবর পেয়ে এসিল্যান্ডকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কিছু সহায়তা দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতি নির্ণয় করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এফইএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।