ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হরিশংকপুরে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
হরিশংকপুরে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের হরিশংকপুর এলাকায় নিজ বাড়ির ছাদ থেকে পড়ে সামেলা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

সামেলা একই এলাকার ইউসুফ আলীর স্ত্রী।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাব্বিরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে কুঁমড়ো বড়ি শুকাতে তিনতলা বাড়ির ছাদে ওঠেন সামেলা। এ সময় অসাবধানতাবশত পা পিছলে ছাদ থেকে নিচে মাটিতে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।