ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সার্জেন্ট মহুয়ার বাবার চিকিৎসায় ডিএমপি কমিশনারের সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
সার্জেন্ট মহুয়ার বাবার চিকিৎসায় ডিএমপি কমিশনারের সহায়তা

ঢাকা: সড়ক দুর্ঘটনায় আহত সার্জেন্ট মহুয়া হাজংয়ের বাবার চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ডিএমপি সদর দপ্তরে আর্থিক অনুদান হিসেবে নগদ ৮ লাখ ৪২ হাজার ২০০ টাকা সার্জেন্ট মহুয়া হাজংয়ের হাতে তুলে দেন ডিএমপি কমিশনার ও অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান

গত ২ ডিসেম্বর রাজধানীর বিমানবন্দর সড়কের চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন পুলিশের সার্জেন্ট মহুয়া হাজংয়ের বাবা মনোরঞ্জন হাজং।

বর্তমানে তিনি রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। পুলিশ সার্জেন্ট মহুয়া হাজং বর্তমানে ট্রাফিক লালবাগ বিভাগে কর্মরত আছেন।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।