ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়া: কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা এবং বেলা সাড়ে ১২টার সময় শহরের জুগিয়া ত্রিমোহনী এবং কুষ্টিয়া শহরতলীর লাহিনী বটতলা এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- কুষ্টিয়ার জুগিয়া কদমতলা এলাকার আনসার সরদারের ছেলে ইসলাম সরদার (৪৫) এবং শহরের রিকশা চালক অজ্ঞাতনামা (৪২)।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে কুষ্টিয়া থেকে রাজশাহীগামী একটি রোগীবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে জুগিয়া কুষ্টিয়া-বাইপাস সড়কের জুগিয়া ত্রিমোহনী এলাকায় একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমন চালক ইসলাম সরদারের মৃত্যু হয়।

অপরদিকে, বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের লাহিনী বটতলা এলাকায় একটি ট্রাক (কুষ্টিয়া-ট ১১-১৪৯৫) মোড় ঘুরতে গিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশার চালক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা ট্রাক চালককে গণপিটুনি দিয়ে হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে পুলিশ পৃথকস্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এদিকে, ট্রাক চালক জীবন হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।