ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরপুরে বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
মিরপুরে বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান

ঢাকা: মোটরযান পরিদর্শকের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে ব্যবহারিক পরীক্ষায় পাশ করিয়ে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে মিরপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান ও মানষী বিশ্বাসের সমন্বয়ে গঠিত একটি এনফোর্সমেন্ট টিম মিরপুরের বিআরটিএ কার্যালয়ে অভিযান চালায়। এ সময় তারা অভিযোগ যাচাই ও সত্য উদঘাটনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। অভিযানে অভিযোগ সংশ্লিষ্ট বেশকিছু নথি সংগ্রহ করে দুদক টিম। এছাড়াও অভিযোগ সংক্রান্ত লিখিত পরীক্ষার খাতা সরবরাহের অনুরোধ জানানো হয়।

পরবর্তীতে দুদক টিম অভিযোগকারীর খাতা ও টেবুলেশন শিট যাচাই করে কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে।

এদিকে, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষের বিরুদ্ধে বাঁধ মেরামতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ভুয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নিজেদের লোক দিয়ে কাজ করানোর অভিযোগের প্রেক্ষিতে দুদক, সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক তরুন কান্তি ঘোষের নেতৃত্বে অপর একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেছে।

দুদক টিম ওই দপ্তর ও প্রকল্প এলাকা পরিদর্শন করে। এ সময় অভিযোগ প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, ঠিকাদার ও অভিযোগকারীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নথি সংগ্রহ করা হয়। পরিদর্শনের সময় কিছু কাজ অসম্পূর্ণ থাকার প্রমাণ পেয়েছে দুদক টিম। কাজের মান যাচাইয়ের জন্য নমুনা পরীক্ষার সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এসএমএকে/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।