ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোটারদের জন্য ভুঁড়িভোজ, প্রার্থীকে গুনতে হলো জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
ভোটারদের জন্য ভুঁড়িভোজ, প্রার্থীকে গুনতে হলো জরিমানা

বরিশাল: বরিশালের বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটারদের জন্য ভুঁড়িভোজের আয়োজন করে ১০ হাজার টাকা জরিমানা গুনলেন প্রার্থী।  

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ৩ নম্বর ওয়ার্ডের টিউবওয়েল প্রতীকের পদপ্রার্থী ও বর্তমান মেম্বার মো. জাকির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, চাঁদপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী জাকির হোসেন তার বাড়িতে প্রায় দুই হাজার লোকের দুপুরের খাবারের আয়োজন করেন। এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে খাবার বন্ধ করে দেই। তাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালা লঙ্ঘন ২০১৬ মতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় খাবারের অবশিষ্ট থাকা ৪ ড্যাগ খাবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করে স্থানীয় এতিমখানায় ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

ইউপি সদস্য পদপ্রার্থী জাকির হোসেন বলেন, ওয়ার্ডে অন্য প্রার্থীরা গরু কেটে খাওয়ালেও তাতে সমস্যা হয় না। কারণ তারা সরকার দলীয় লোক। কিন্তু আমি আমার কর্মী-সমর্থকদের জন্য প্রচার-প্রচারণা শেষে তাদের খাওয়ানোর জন্য খিচুড়ি রান্না করেছিলাম মাত্র।  

তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিরা বিষয়টি প্রশাসনকে ভুল বুঝিয়েছে। প্রশাসন এসে আয়োজন পণ্ড করে দিয়েছে।

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৬ ডিসেম্বর চাঁদপাশা ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।