ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে ইউপি চেয়ারম্যানের পিটুনিতে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
ফেনীতে ইউপি চেয়ারম্যানের পিটুনিতে নিহত ১ চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু ও নিহত শাহীন চৌধুরী

ফেনী: ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টুর পিটুনিতে শাহীন চৌধুরী নামে একজনের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে মির্জানগর ইউনিয়নের উত্তর বাজার এলাকার সাবেক মেম্বার বাবুলের দোকানে এ ঘটনাটি ঘটে।

নিহত শাহীন চৌধুরী একই এলাকার মৃত আবদুর রহমানের ছেলে এবং একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারী।  

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নিহত শাহীন চৌধুরী সাবেক ইউপি সদস্য বাবুলের ঠিকদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার দোকান থেকে চেয়ারম্যান ভুট্টুর ঘনিষ্ঠ সহযোগী হাশেম সাত লাখ টাকার মালামাল বাকিতে নিয়ে যান। একপর্যায় নিহত শাহীন চৌধুরী পাওনা টাকা ফেরত চাওয়ায় হাসেম ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টুকে ঘটনাটি জানান।

ঘটনা শুনে ভুট্টু চেয়ারম্যান বেশ কয়েকজন লোক নিয়ে ঘটনাস্থলে এসে শাহীন চৌধুরীকে বেধড়ক মারধর করেন। পরে স্থানীয়রা শাহীন চৌধুরীকে উদ্ধার করে পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মহিউদ্দিন তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসাপাতালের মর্গে পাঠায়।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি ক্ষতিয়ে দেখছে পুলিশ।

এদিকে ঘটনার পর থেকেই মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু আত্মগোপনে রয়েছেন। কোনভাবেই তার খোঁজ মিলছে না। তার মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়।  

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১ 
এসএইচডি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।