ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দেওয়ানগঞ্জের সাবেক পৌর মেয়রের নামে ঢাকায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
দেওয়ানগঞ্জের সাবেক পৌর মেয়রের নামে ঢাকায় মামলা সাবেক পৌর মেয়র শাহনেওয়াজ

ঢাকা: রাজধানীর উত্তরা ডি মেরিডিয়ান হোটেল থেকে গ্রেফতার হওয়া জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সাবেক পৌর মেয়র শাহনেওয়াজ শাহেনশাহের (৪১) বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, ডিএমপির উত্তরা পূর্ব থানায় সাবেক মেয়র শাহেনশাহর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে র‌্যাব-১ বাদী হয়ে দেওয়ানগঞ্জের সাবেক পৌর মেয়র শাহেনশাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে। মামলা দায়ের শেষে র‌্যাব আসামিকে থানায় হস্তান্তর করেছে।

বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
পিএম/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।