ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে আগুনে পুড়লো ৮টি ঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
নরসিংদীতে আগুনে পুড়লো ৮টি ঘর

নরসিংদী: নরসিংদীতে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় কমপক্ষে ৫টি কোচিং সেন্টারসহ  ৮টি ঘর পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে পৌর শহরের ব্রাক্ষন্দী বালুরমাঠ সংলগ্ন কোচিং সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রাতে পশ্চিম ব্রাহ্মন্দী এলাকার ফরহাদ খান নামে একজনের টিনশেডের ঘর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এখানে ৫ টি কোচিং সেন্টার ছিল। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী কোচিং সেন্টার ও ঘর গুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোচিং সেন্টারের আসবাবপত্র, বই ও আবাসিক বাসার জিনিসপত্র পুড়ে গেছে।

এতে কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে দাবি করেছেন কোচিং ও স্থাপনার মালিক ফরহাদ খান।

একাউন্টিং পয়েন্টের পরিচালক রিপন দেবনাথ হৃদয় বলেন, আগুনে কোচিং সেন্টারের গুরুত্বপূর্ণ কাগজপত্র,  সাজেশন,  বইপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। আর্থিকভাবে ক্ষতির পরিমাণ কম হলেও শিক্ষা হিসেবে তা অপূরণীয়।

নরসিংদী ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।   ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।