ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাকায় নেওয়ার প‌থে অগ্নিদগ্ধ শিশু তাইফার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
ঢাকায় নেওয়ার প‌থে অগ্নিদগ্ধ শিশু তাইফার মৃত্যু ঢাকায় নেওয়ার প‌থে অগ্নিদগ্ধ শিশু তাইফার মৃত্যু

বরিশাল: এমভি অভিযান-১০ ল‌ঞ্চে ভয়াবহ অগ্নিকা‌ন্ডের ঘটনায় আহত তাইফাকে (১০) ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌ল থে‌কে ঢাকায় নেওয়ার প‌থে মৃত‌্যু হ‌য়ে‌ছে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন‌ তাইফার মামা ব‌নি আমিন।

তিনি ব‌লেন, আমার বাবা ও তাইফার নানা আলী সিকদার বরগুনার কেওড়াবু‌নিয়া থে‌কে ঢাকায় গি‌য়ে‌ছি‌লেন চি‌কিৎসার জন‌্য। স‌ঙ্গে তাইফার বাবা ব‌শিরও  ছি‌লেন। ফেরার প‌থে দুর্ঘটনায় আমার বাবা নদী‌তে ঝাপ দি‌য়ে প্রাণ বাঁচায়। আমার বাবা, দুলাভাই ও ভা‌গ্নি সবাই এ হাসপাতা‌লে ভ‌র্তি ছি‌লেন।

ত‌বে অবস্থা খারাপ হওয়ায় ভা‌গ্নি‌কে নি‌য়ে সা‌ড়ে ১০টার দি‌কে হাসপাতাল থে‌কে ঢাক‌ার উদ্দেশ্যে রওয়ানা হই। পরে ১১টার দি‌কে নগরীর আমতলার মোড়ে অ্যাম্বু‌লে‌ন্সেই মারা যায় তাইফা।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪,২০২১
এমএস/জেডএ

***পুড়ে অঙ্গার ৩৩টি মরদেহ, মৃত্যু বেড়ে ৩৭
***আগুন লাগার জন্য যাত্রীদেরই দায়ী করলেন লঞ্চমালিক
***ছেলেকে খুঁজতে পুড়ে যাওয়া লঞ্চে বাবা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।