ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লঞ্চে অগ্নিকাণ্ড: মা-ছেলে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
লঞ্চে অগ্নিকাণ্ড: মা-ছেলে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন

ঢাকা: ঝালোকাঠিতে ভয়াবহ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মা ছেলেকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন জিয়াসমিন আক্তার (২৮) ও তার ছেলে তামিম হাসান (১০)।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বেলা ৩টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে তাদের ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকায় আসার পথে মাওয়া ফেরিঘাটে মারা যায় জিয়াসমিনের মেয়ে মাহিনুর (৬)।

দগ্ধ জিয়াসমিন জানান, আগুন লাগার পর পাড়ে এসে দুই সন্তানকে দুইতলা থেকে নিচে ছুড়ে দেন। এরপর তিনিও লাফ দেন। এরপর কি হয়েছে আর কিছু বলতে পারেননি।

জিয়াসমিনের মামা মো. মামুন জানান, জেসমিন তার স্বামী সন্তান নিয়ে বরগুনা সদরে থাকেন। তার বাবার বাড়ি ঢাকার কেরানীগঞ্জের সুবাড্ডা এলাকায়। ১০-১২ দিন আগে জিয়াসমিনের নানীর মৃত্যুর খবরে দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি আসে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে আবার সন্তানদের নিয়ে বরগুনা ফিরছিল।

তিনি আরও জানান, দগ্ধ অবস্থায় তাদেরকে বরিশাল মেডিক্যাল নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে তাদের ৩ জনকে ঢাকায় নিয়ে আসা হচ্ছিল। পথে মাওয়া ঘাটে মেয়ে মাহিনুরের মৃত্যু হয়। তার মরদেহ কেরানীগঞ্জ নিয়ে যাওয়া হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন জানান, দুই জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তাদের হাত-পা ও মুখ আগুনে দগ্ধ হয়েছে।

ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় মা ও ছেলেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে জিয়াসমিনের ১২ ও ছেলের ৩০ শতাংশ পুড়ে গেছে।

আরও পড়ুন >>>

লঞ্চে আগুন: ১১ ঘণ্টায়ও খোঁজ মেলেনি অনেকের
‘মৃত্যুর জন্য তৈরি হইছি, ছেলে আমাকে চুমু দেয়-আমি তাকে’
লঞ্চ দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর
লঞ্চে আগুন: চালককে দায়ী করছেন যাত্রীরা 
আগুন লাগার জন্য যাত্রীদেরই দায়ী করলেন লঞ্চমালিক
লঞ্চে লোহার পাত ছাড়া আর কিছুই নেই
‘আল্লাহ জানে ক্যামনে মুই বাইচ্চা আছি’
লঞ্চে আগুন: দগ্ধদের দেখতে বরিশাল হাসপাতালে প্রতিমন্ত্রী
বিআইডব্লিউটিএ’র হিসেবে ৩১০ যাত্রী, যাত্রীদের দাবি ৮০০ 
লঞ্চের ফিটনেস ও অগ্নি নির্বাপক ব্যবস্থা সঠিক ছিল কিনা তা দেখা হবে
নিখোঁজ যাত্রীদের তথ্য দিতে পারছে না বরগুনা নৌবন্দরে 
সুগন্ধা নদীতে লাফ দিয়ে প্রাণে বাঁচেন ইউএনও
লঞ্চে আগুন: তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়
সুগন্ধা নদীতে ল‌ঞ্চে আগুন: ৩৬ জনের মৃত্যু 
সুগন্ধা নদীতে লঞ্চে আগুন: শেবা‌চিমে ভ‌র্তি ৬৫
ঝালকাঠিতে বরগুনাগামী লঞ্চে আগুন

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪,২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।