ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পুরো লঞ্চ পুড়ে যাওয়া রহস্যজনক: নৌ প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
পুরো লঞ্চ পুড়ে যাওয়া রহস্যজনক: নৌ প্রতিমন্ত্রী

ঝালকাঠী: নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আগুন লেগে পুরো লঞ্চ পুড়ে যাওয়ার পেছনে কোনো রহস্য থাকতে পারে। এ রকম ঘটনা বাংলাদেশে এর আগে কখনও ঘটেনি।

নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে একজন যুগ্মসচিবকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ৭দিনের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শুক্রবার (২৪ ডিসেম্বর) ক্ষতিগ্রস্ত লঞ্চটি পরিদর্শনকালে এসব কথা বলেন।

এ সময় বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আক্তারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোট ৩৯ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিআইডব্লিউটিসি,  ফায়ার সার্ভিস,  নৌ পুলিশ, কোস্টগার্ড পৃথকভাবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪,২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।