ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সন্তানকে খুঁজছেন মা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
সন্তানকে খুঁজছেন মা

বরিশাল: দুই সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছিলেন রাজধানীর উত্তরার বর্তমান বাসিন্দা গীতা রানি। এমভি অভিযান-১০ লঞ্চের অগ্নিকাণ্ডের ঘটনায় তার বড় ছেলে ঢাকার উত্তরা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র স্বপ্নীল চন্দ্র হাওলাদার (১৬) নিখোঁজ হয়।

তাকে খুঁজতে কখনো ঝালকাঠি লঞ্চঘাট, কখনো দুর্ঘটনা কবলিত লঞ্চে আবার কখনো হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন। তবে বিকেল অব্দি সন্তানের কোনো খোঁজ পাননি তিনি।

গীতা রানী বাংলানিউজকে জানান, বড় ছেলে স্বপ্নীল চন্দ্র হাওলাদার ও ছোট ছেলে প্রত্যয়কে নিয়ে বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগার কিছু আগে স্বপ্নীল টয়লেটে যায়। এরপরই আগুন লাগলে যাত্রীরা আত্মরক্ষায় ছোটছুটি শুরু করলে ছোট ছেলেকে নিয়ে নিচে নামি। এক পর্যায়ে যাত্রীদের ধাক্কায় ছোট ছেলে হাতছাড়া হয়ে যায়। পরে তাকে খুঁজে পেলেও স্বপ্নীলকে আর পাইনি।

সেখানকার লোকজন আমাকে মেডিক্যালে খবর নিতে বললে আমি এখানে আসি। সব ওয়ার্ডে খোঁজ করেছি কিন্তু আমার স্বপ্নীলকে কোথাও খুঁজে পাচ্ছি না।

অপরদিকে, বরগুনার পাথরঘাটা উপজেলার ছোট পাথরঘাটা গ্রামের একটি মসজিদের ইমাম মুহাম্মদ নাছরুলুল্লাহ (২৭) এর আড়াই বছরের শিশু সন্তান তাবাচ্ছুমও নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

যদিও প্রশাসন বলছে, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।