ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় পাটকল শ্রমিকদের বিক্ষোভ মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
খুলনায় পাটকল শ্রমিকদের বিক্ষোভ মিছিল

খুলনা: খুলনায় ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিলস শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে জনসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে মিলগেটে মহসেন জুট মিলের বীর মুক্তিযোদ্ধা শ্রমিক ও সাধারণ শ্রমিক-কর্মচারীদের উদ্যোগে এ জনসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জনসভায় শ্রমিক নেতারা বলেন, মহসেন জুট মিল মালিকের কাছে লাখ লাখ টাকা পাওনা থাকলেও অনেক শ্রমিক আজ ক্ষুধার জ্বালায় কচুঘুটা ও শুকনা মুড়ি খেয়ে দিনপার করছে। অথচ শ্রমিকের পাওনা পরিশোধে কার্যকর কোনো কিছুই দেখা যাচ্ছে না। চলতি মাসের মধ্যে শ্রমিকের সব বকেয়া এককালীন পরিশোধ করা না হলে কঠিন আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান শ্রমিক নেতারা।

এছাড়া শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে লাগাতার অবস্থান কর্মসূচি ও মিলগেটের সামনে শ্রমিক লঙ্গরখানা খোলা হবে বলেও জানানো হয় শ্রমিক জনসভা থেকে।

মহসেন জুট মিলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আমির মুন্সির সভাপতিত্বে বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন- বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, শ্রমিক নেতা লিয়াকত মুন্সি,  বীর মুক্তিযোদ্ধা ক্বারী মো. আছহাব উদ্দিন, মো. শহিদ সরদার, মো. কেসমত আলী, মো. আলাউদ্দিন, আবু তালেব, শাহ মনিরুল ইসলাম, মো. ওবায়দুর রহমান, আইনউদ্দিন, শেখ মো. আবজাল হোসেন, মো. ইসমাইল, বাবুল শেখ প্রমুখ।

শ্রমিক জনসভা শেষে এক বিক্ষোভ মিছিল মিলগেট থেকে বের হয়ে শিরোমনি শিল্প এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মিলগেটে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।