ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে ২০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
পলাশবাড়ীতে ২০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে ২০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে কালেরকন্ঠ শুভসংঘ।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে সরকারি কলেজ মাঠে দেশের শীর্ষ স্থানীয় বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- পলাশবাড়ী মহিলা কলেজের দর্শন বিভাগের প্রভাষক মাহামুদা বেগম  চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

সার্বিক সহায়তায় ছিলেন- উপজেলা কালেরকন্ঠ শুভসংঘের সভাপতি নাহিদ হাসান, সহ-সভাপতি সানজিদা আক্তার, আততারুজ্জামান রিজন, মারুফা আক্তার, সাধারণ সম্পাদক শাকিল রহমান সাজ্জাদ, যুগ্ম সাধারণ সম্পাদক তারুক রহমান কাওসার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ফরিদ, অর্থ সম্পাদক মাহবুব আলম লিখন, নারী বিষয়ক সম্পাদক নাজমুন্নাহার পিংকি, ধর্ম বিষয়ক সম্পাদক আনিন সরকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দীপা রানী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাসলিমা তিথী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।