ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আহতদের সব ধরনের সহযোগিতা করবে র‌্যাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
আহতদের সব ধরনের সহযোগিতা করবে র‌্যাব

বরিশাল: ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ এ অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক অ্যাডিশনাল আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।  

তিনি বলেন, সরকারের সবাই মিলে এ সমস্যা সমাধান করা হবে।

সামগ্রীকভাবে সবাই মিলে এ বিপর্যয় কাটিয়ে উঠার জন্য কাজ করছে। ইতোমধ্যে এ ঘটনায় দুটি তদন্ত কমিটি করা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। একইসঙ্গে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া গুরুতর আহতদের রাতেই ঢাকায় নেওয়া হবে র‌্যাবের হেলিকপ্টারে করে।  

শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিদগ্ধে আহতদের দেখতে আসেন র‌্যাবের মহাপরিচালক।  

এ সময় তিনি বলেন, আহতদের সব ধরনের সহযোগিতায় র‌্যাব কাজ করবে। প্রয়োজনে র‌্যাবের হেলিকপ্টারে করে গুরুত্বপূর্ণ রোগীদের ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হবে।  

এ সময় বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক জামিল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।