ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খালেদার বিষয়ে শিগগিরই জানাবেন আইনমন্ত্রী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
খালেদার বিষয়ে শিগগিরই জানাবেন আইনমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেবেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার (২৪ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন অনুষদ চত্বরে বাংলাদেশ আইন সমিতির অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, আপনারা কিছুদিনের মধ্যে দেখতে পারবেন। এটা নিয়ে অস্থির হওয়ার কিছু নেই। আমি একটি কথা আপনাদের পরিষ্কার করছি, আগেও বলেছি, আমি এখনও বলছি, আগে যে দুবার ছিল আমি তা অত্যন্ত তাড়াতাড়ি সিদ্ধান্ত দিয়েছি। এখন আমার সঙ্গে বিএনপির ১৫ জন আইনজীবী দেখা করেছিলেন। তারা যে কথাগুলো আমাকে বলেছেন তার কোনো আইনি ভিত আছে কিনা আমি পুঙ্খানুপুঙ্খ রূপে খতিয়ে দেখেছি। আইনের ওপর ভিত্তি করে যে ব্যাখ্যা সঠিক এবং সে সিদ্ধান্তে উপনীত হয়েছি। আপনারা শিগগিরই আমার সিদ্ধান্ত জানতে পারবেন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।