ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিকুঞ্জে প্রাইভেটকার উল্টে চালক আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
নিকুঞ্জে প্রাইভেটকার উল্টে চালক আহত

ঢাকা: রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকার সামনের রাস্তায় অতিরিক্ত গতির কারণে একটি প্রাইভেটকার উল্টে দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি) সুবীর রঞ্জন দাস।

তিনি বলেন, রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকার এক নম্বর গেটের সামনের রাস্তায় একটি কালো রঙের প্রাইভেটকার ওভার স্পিডিংয়ের কারণে উল্টে যায়। এ ঘটনায় গাড়ির চালক গুরুতর আহত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে আমরা জানতে পেরেছি।

সুবীর রঞ্জন বলেন, আমরা দুর্ঘটনার শিকার গাড়িটি সকালে রাস্তা থেকে সরিয়ে নিয়েছি। এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে চালক ওভার স্পিডে গাড়ি চালানোর বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। চালক মদ্যপ ছিল কিনা সেটিও তদন্ত করে দেখা হবে।  

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।