ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উচ্ছেদ বন্ধের দাবি শহীদনগর এলাকাবাসীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
উচ্ছেদ বন্ধের দাবি শহীদনগর এলাকাবাসীর ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জানিয়েছে রাজধানীর লালবাগ থানাধীন শহীদনগর এলাকাবাসী।

উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

মানববন্ধনে মো. সাগীর আহম্মেদ সুজন বলেন, আমরা নিয়মিত সরকারের সমস্ত উন্নয়নের কর পরিশোধ করি। দীর্ঘ ৫০-৬০ বছর যাবত আমরা এখানে ইমারত ও সেমিপাকা ঘর নির্মাণ করে ৫-৭ হাজার লোক সুখে-শান্তিতে বসবাস করছি। হঠাৎ গত ২৩ ডিসেম্বর সকাল দশটার দিকে ঢাকার জেলা প্রশাসকের পক্ষে বিআইডব্লিউটিএ’র উচ্ছেদের অভিযানের কথা জানিয়ে মাইকিং করে। সেখান থেকে আমরা জানতে পারি আগামী ২৬ ডিসেম্বর সকালে আমাদের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। যা সম্পূর্ণ অবৈধ এবং অনাকাঙ্ক্ষিত। কারণ, আমাদের পক্ষে জজ কোর্ট, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের ব্যক্তিমালিকানা সম্পত্তি হিসেবে আদেশ আছে।

এলাকাবাসী শাজাহান বলেন, আমারা এখানে দীর্ঘ সময় ধরে বসবাস করে আসছি। নিয়মিত গ্যাস বিদুৎসহ অনান্য সরকারি বিল দিয়ে আসছি। হঠাৎ করে গত ২৩ ডিসেম্বর মাইকিং করে ঘোষণা করা হলো, আমাদের বাড়িঘর অবৈধ এবং আমাদের এই এলাকা ছেড়ে যেতে হবে। মাইকিংয়ে বলা হয়, এটা সরকারের জায়গা। সরকারের দরকার, তাই আমাদের ছেড়ে চলে যেতে হবে।  

তিনি বলেন, আমাদের এভাবে হঠাৎ করে চলে যেতে বলার কোনো মানে নেই। আমরা হাইকোর্টের আদেশক্রমে এখানে বসবাস করছি। আমাদের কিছু সময় দেওয়া হোক।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে আরেক এলাকাবাসী বলেন, ওই এলাকায় আমাদের প্রায় ৫০ হাজার লোকের বসবাস। তাই এই মানবিক দিক চিন্তা করে উচ্ছেদ অভিযানটি বন্ধ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এমএমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।