ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জের হাইশুর বৃদ্ধাশ্রমে পিঠা উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
গোপালগঞ্জের হাইশুর বৃদ্ধাশ্রমে পিঠা উৎসব

গোপালগঞ্জ: গোপাপগঞ্জের কাশিয়ানী উপজেলার হাইশুর বৃদ্ধাশ্রমে বাৎসরিক পিঠা উৎসব, পৌষ পার্বণ-২০২১ অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ব মানব সেবা সংঘ হাইশুর বৃদ্ধাশ্রমে এই পিঠা উৎসবের আয়োজন করে।

আর এ আয়োজনে ছিলো কুলি পিঠা, চন্দ্রপুলি, পাটিসাপ্টা পিঠাসহ বাহারি স্বাদের ও নামে পিঠা।

বৃদ্ধাশ্রমে আশ্রিত ৩৮ জন সহ আশপাশের অর্ধশতাধিক মানুষের জন্য এ উৎসবের আয়োজন করা হয়।  

এই পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান। বিশেষ অতিথি ছিলেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন ও সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম।

পরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃদ্ধাশ্রমে আশ্রিতদের মধ্যে নতুন জামা, লুঙ্গি, শাড়ি, কম্বল, চাল, কেক, জুসসহ নানা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা আশুতোষ বিশ্বাস উপস্থিত ছিলেন।

বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা আশুতোষ বিশ্বাস বলেন, প্রতি বছর এখানে আশ্রিতদের জন্য নানা ধরনের আয়োজন করে উন্নতমানের খাবার ও নতুন পোশাক বিতরণ করা হয়। পিঠা উৎসব আয়োজনের মাধ্যমে তাদের বাহারি পিঠার স্বাদ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান বলেন, এখানে আশ্রিতরা আমাদের কারো না কারো স্বজন। এখানে এসে তাদের জন্য কিছু করতে পেরে নিজের কাছে ভাল লাগছে। সমাজের যারা বিত্তশালী আছেন তাদের এমন কাজে এগিয়ে আসা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ সময়: ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।