ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মদপানে ৩ বন্ধুর মৃত্যু, দু’জন হাসপাতালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
মদপানে ৩ বন্ধুর মৃত্যু, দু’জন হাসপাতালে

পাবনা: পাবনা সদরের পৌর এলাকার চকছানিয়ানী মহল্লায় বিষাক্ত মদপানে ৩ বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী ও পাবনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে পাবনা জেনারেল হাসপাতালে একজন ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়। তারা হলেন- শহরের চক ছাতিয়ানির মৃত আব্দুল কাদের খানের ছেলে রবিউল ইসলাম রোমন (৩৫), আব্দুল মুহিতের ছেলে জনি (৩০) ও রবিউল ইসলাম মুকাইয়ের ছেলে রুবেল (৩২)। এছাড়াও হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আব্দুস সালামের ছেলে সবুজ এবং মৃত আলমের ছেলে রতন।

স্থানীরা জানান, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে পাঁচ বন্ধু মিলে শহরের বড় বাজার এলাকা থেকে দেশি মদ কিনে ছাতিয়ানী কলাবাগান মাঠপাড়ায় এক সঙ্গে পান করেন। শুক্রবার সকালে তারা নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পাবনা জেনারেল হাসপাতালে তাদের ভর্তি করা হয়। শনিবার সকালে জনি নামে একজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় রোমন ও রুবেলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রোমান পথে ও রুবেল রাজশাহী হাসপাতালে মৃত্যু হয়। এ ঘটনায় এখনো আশঙ্কাজনক অবস্থায় সবুজ হোসেন নামে এক যুবক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রতন পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রোকনুজ্জামান জানান, জানা গেছে শহরের বড় বাজার এলাকা থেকে মদ সংগ্রহ করে এনে রাতে পাঁচ বন্ধু মিলে একসঙ্গে মদপান করেন। পরের দিন সকালে পর্যায়ক্রমে সবাই অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনজনের মৃত্যু হয়েছে। আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কোনো পরিবারে পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ করেনি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে আসলে কি কারণে তাদের মৃত্যু হয়েছে সেটি ময়নাতদন্তের পরে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।