ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়লা ফেলার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
ময়লা ফেলার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

নীলফামারী: মসজিদের বাইরে ময়লা ফেলার প্রতিবাদ করায় প্রতিপক্ষের লাঠির আঘাতে মজির উদ্দিন (৬০) নামে এক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন।  

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার হরিণচড়া ইউনিয়নের পশ্চিম হরিণচড়া কলোনীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মজির উদ্দিন একই এলাকার মৃত কছির উদ্দিনের ছেলে। এ ঘটনায় জাহানুর ইসলামের স্ত্রী ফেন্সি বেগম (৩৫) ও ছেলে মতিউর রহমানকে (২১) আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, ওয়াক্তিয়া মসজিদ ও মাদরাসার সীমানা নিয়ে স্থানীয় জাহানুর ইসলামের সঙ্গে বিরোধ চলছিল মজির উদ্দিনের। দুপুরে জাহানুর ইসলামের স্ত্রী ফেন্সি বেগম ও তার ছেলে মতিউর রহমান মসজিদের পাশে জমিতে ময়লা ফেলেন। জোহরের নামাজ শেষে মজির উদ্দিন মসজিদ থেকে বের হয়ে তা দেখতে পেয়ে প্রতিবাদ করেন। এ নিয়ে ঝগড়া শুরু হয়। এরপর ফেন্সি ও তার ছেলে মতিউর লাঠি নিয়ে এসে মজির উদ্দিনকে লাঠি দিয়ে আঘাত করতে থাকে।

এ সময় মজির উদ্দিন আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা তিনি মারা যান।

ঘটনা ভিন্ন খাতে নেওয়ার উদ্দেশে ফেন্সি বেগম ও তার ছেলে নিজেরাই ব্লেড দিয়ে হাত ও পা ক্ষত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন পরে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৬০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।