ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পদত্যাগের খবর গুজব, বললেন গওহর রিজভী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
পদত্যাগের খবর গুজব, বললেন গওহর রিজভী

ঢাকা: প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী নিজের পদত্যাগের খবর উড়িয়ে দিয়ে বলেছেন, প্রায় প্রতি দু’বছর পর পর আমার পদত্যাগের গুজব রটানো হয়, এটা একটি রহস্য।

শনিবার (২৫ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।

রাজধানীর গুলশানের একটি ক্লাবে সাবেক পররাষ্ট্রসচিব হেমায়েত উদ্দিনের লেখা ‘ডিপ্লোম্যাসি ইন অবসকিউরিটি’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যোগ দেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গওহর রিজভী বলেন, দেখেন ১১ বছর ধরে এমনটিই শুনছি। ১৩ বছর ধরে আছি আমি। প্রায় প্রতি দু’বছর পর পর আমার পদত্যাগের গুজব রটানো হয়, এটা একটি রহস্য। এটা যারা ছড়ায় তারা হয় আমাকে সরিয়ে দিতে চায়, না হয় প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চায়। তবে আমি আপনাদের নিশ্চিত করতে চাই—প্রধানমন্ত্রী এতে বিব্রত নন, আর আমি তো আছিই।

বাংলাদেশ সময় : ২০.৩৪ ঘন্টা, ২৫ ডিসেম্বর , ২০২১
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।