ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় মহসেন জুট মিল শ্রমিকদের অবস্থান কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
খুলনায় মহসেন জুট মিল শ্রমিকদের অবস্থান কর্মসূচি

খুলনা: খুলনায় ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিলস শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা।

রোববার (২৬ ডিসেম্বর) শিরোমনি শিল্প এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন মহসেন জুট মিলের বীর মুক্তিযোদ্ধা শ্রমিক ও সাধারণ শ্রমিক-কর্মচারীরা।

অবস্থান কর্মসূচি থেকে শ্রমিক নেতারা বলেন, মিলটি আট বছর হলো বন্ধ হয়েছে। এর মধ্যে আমাদের পাওনা পরিশোধের ব্যাপারে সিবিএ নেতারা কোনো আন্দোলন না করে মিল মালিক ও কতিপয় ব্যক্তির সঙ্গে আতাত করে নিজেদের আখের গুছিয়েছে। শ্রম আইন অনুযায়ী এসব সিবিএ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।

পাওনা পরিশোধ না করা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি থেকে শ্রমিকরা সরে আসবে না বলেও জানান আন্দোলনরত শ্রমিকরা।  

মহসেন জুট মিলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আমির মুন্সির সভাপতিত্বে বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের  প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন  বীর মুক্তিযোদ্ধা মো. আছহাব উদ্দিন, মো. শহিদ সরদার, আইনউদ্দিন, মো. ইসমাইল, বাবুল শেখ, মো. আলম, এরশাদ আলী সার্জেন্ট প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।