ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিরলে শুভসংঘের কম্বল বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
বিরলে শুভসংঘের কম্বল বিতরণ 

দিনাজপুর: দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ও কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে দিনাজপুরের বিরলে অসহায়, দুস্থ ও শীতার্ত ১০০ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ করেন বিরল উপজেলা শাখার শুভসংঘের বন্ধুরা।

রোববার (২৬ ডিসেম্বর) বিকেলে বিরল উপজেলার ৬ নম্বর ভাণ্ডারা ইউনিয়নের মৌচুষা গ্রামের সাত মৌজা ঈদগা মাঠে কম্বলগুলো বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘ বিরল উপজেলা শাখার উপদেষ্টা রেজু, আজাদ, দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. রাসেল ইসলাম, প্রচার সম্পাদক সুনীল শর্মা, বিরল উপজেলা শাখার সঞ্জয় চন্দ্র রায়, সুমন সরকার, মাসুম, নাজিম, জুয়েল, বোচাগঞ্জ উপজেলা শাখার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহাফুজ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।