ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

১৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
১৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ১৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৪।

ঢাকা: রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধারসহ চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় উত্তর।

গ্রেফতাররা হলেন জহুরা বেগম (৩০), মেহেরুন নেছা মিম (২৪), মো. জালাল মৃধা (৩৫) ও নাসির উদ্দিন (৩৮)।

শনিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে রোববার (২৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত ধারাবাহিক অভিযানে ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯ হাজার ৬০০ ‌পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা) জব্দ করা হয়।

রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর অঞ্চলের সহকারী পরিচালক (এডি) মেহেদী হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ডিএনসি'র গুলশান ও মোহাম্মদপুর জোনের টিম চক্রটিকে গত সাত দিন ধরে মনিটরিং করে আসছিল। বিভিন্ন সময়ে তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছিল। সর্বশেষ মাদক বিক্রেতা জোহুরা ও মিম কক্সবাজার থেকে ঢাকাগামী নভোএয়ারের একটি প্লেনে ঢাকা আসে। অধিদপ্তরের একটি টিম এয়ারপোর্ট এলাকা থেকে তাদের মনিটরিং করতে থাকে এবং ধানমন্ডির বাসায় পৌঁছালে সেখানে আলামতসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতাররা টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করতো।

মেহেদী হাসান বলেন, এই চক্রের অন্য এক আসামিকে ১৬ হাজার ইয়াবাসহ এক সপ্তাহ আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গ্রেফতার করে। এই চক্রের অন্যান্য হোতাদেরও নজরদারিতে রাখা হয়েছে।

গ্রেফতার হওয়া আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ডিএনসি'র এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
এসজেএ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।