ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
আগৈলঝাড়ায় বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা নিহত প্রতীকী ছবি

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা পথচারী আয়নাল হক ফকির (৭০) নিহত হয়েছেন।  

রোববার (২৬ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার কসবা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

বীর মুক্তিযোদ্ধা আয়নাল হক জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের বাসিন্দা। তিনি গৌরনদীর কসবা গ্রামে বোনের বাড়ি যাচ্ছিলেন।

জানা গেছে, গৌরনদীর কসবা গ্রামে ছোট বোন রেবা বেগমের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য দুপুরের দিকে নিজ বাড়ি থেকে বের হন বীর মুক্তিযোদ্ধা আয়নাল হক। পথে কসবা ব্রিজের দক্ষিণ পাশে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোমবার (২৭ ডিসেম্বর) বীর মুক্তিযোদ্ধা আয়নাল হককে কালুপাড়া গ্রামে জানাজা ও রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অফ অনার দিয়ে নিজ বাড়িতে দাফন সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।   

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।