ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পরাজিত ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
পরাজিত ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত ১

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আসাদুজ্জামান (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের প্রসাদপুর গ্রামের মজিবর মোড়ে ৫ নম্বর ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী ঘুড়ি প্রতীকের রহমত উল্লাহ ও ফুটবল প্রতীকের মন্টু মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে ঘুড়ি প্রতীকের প্রার্থী রমহত উল্লাহর সমর্থক আসাদুজ্জামান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতা নয় জমির মাটি কাটা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।