ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কম্বল পেয়ে চাটমোহরে দুস্থ শীতার্তদের মুখে হাসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
কম্বল পেয়ে চাটমোহরে দুস্থ শীতার্তদের মুখে হাসি শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

পাবনা: দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে পাবনার চাটমোহর উপজেলায় দুস্থ ৫০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে শুভসংঘ।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরের দিকে চাটমোহর সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

 
 
 এ সময় শীতবস্ত্র কম্বল হাতে পেয়ে বৃদ্ধা আসমা খাতুন বলেন, এতো শীত গেল, কেউ আমাগারে (আমাদের) একবারও খোঁজ নিল না। আজ আমাক বাড়িত থেকে ডাকে আনে এই মানুষগুলা একটা কম্বল দিল। এতো শীতের কষ্ট করতিছিলেম, আজ থেকে একটু হলেও শান্তিতে ঘুমাতে পারবো। দোয়া করি, যারা কম্বল দিল, আল্লাহ যেন তাগারে (তাদের) সুখ-শান্তিতে রাহে (রাখে)।

হরিজন সম্প্রদায়ের রেখা রাণী বলেন, এই কম্বলটা আমাগারে খুব উপকারে আসবে। আমার ছেলের বাবার অসুখ, তাই দিন-রাইত বাড়িতে শুয়ে থাহে (থাকে)। রাতে ঘুমানোর সময় শীতে খুব কষ্ট পায়। এই কম্বল তাকে দিবো। মানুষটার শীতের কষ্ট দূর হবিনি (হবে)।

চাটমোহরে শীতবস্ত্র বিতরণকালে সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব এলাহী বিশু, নিমাইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান খোকন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহ আলম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহাবুর রহমান চন্দনসহ আরও অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জু, উপদেষ্টা শাহীন রহমান, জেমান আসাদ, শুভসংঘ উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আফরিন মৌ, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ সজিব, কোষাধ্যক্ষ জুয়েল রানা, সহ-প্রচার প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান মুন্না, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনিছুর রহমান, কার্যকারি সদস্য রুহুল আমিন, নাজমুল হোসাইন, অমিত সরকার শাওন, কালাম হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।