ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শাহআলী থেকে মাদকসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
শাহআলী থেকে মাদকসহ আটক ১

ঢাকা: রাজধানীর শাহআলী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ এক মাদককারবারীকে আটক করেছে শাহআলী থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান বাংলানিউজকে বিষয়টি জানান।

 

আটক মাদককারবারী হলেন- মো. রুবেল হোসেন।

ওসি আবুল বাসার জানান, সোমবার (২৭ ডিসেম্বর) রাতে শাহআলী থানার এফ ব্লকের সামনে থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯৭ গ্রাম হিরোইনসহ রুবেলকে গ্রেফতার করা হয়। এ সময় তাকে তল্লাশি করে একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

আটক রুবেলের বিরুদ্ধে শাহআলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি  মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এসজেএ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।