ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বীর মুক্তিযোদ্ধা মোমতাজ উদ্দিন আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
বীর মুক্তিযোদ্ধা মোমতাজ উদ্দিন আর নেই বীর মুক্তিযোদ্ধা মো. মোমতাজ উদ্দিন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল শ্রীনগর এলাকার বাসিন্দা অগ্রণী ব্যাংক লিমিটেডের অবসরপ্রাপ্ত সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) বীর মুক্তিযোদ্ধা মো. মোমতাজ উদ্দিন (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে জেলা শহরের গাইটাল শ্রীনগর এলাকার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের প্রথম জানাজার নামাজ বাদ জোহর কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

গ্রামের বাড়ি করিমগঞ্জের গুজাদিয়া ইউনিয়নের টামনী আকন্দ পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আসরের নামাজের পর দ্বিতীয় জানাজার নামাজ শেষে টামনী আকন্দ পাড়া পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

তার মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণীপেশার মানুষ শোক প্রকাশ করেছেন।  

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।