ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুর সদরের ৯ ইউপির চেয়ারম্যানদের শপথ পাঠ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
চাঁদপুর সদরের ৯ ইউপির চেয়ারম্যানদের শপথ পাঠ ইউপি নির্বাচন, শপথ পাঠ

চাঁদপুর: তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার ৯ নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।

চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ পাঠ অনুষ্ঠিত হয়।

শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শপথ নেওয়া শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষামন্ত্রী।

বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজের সঞ্চালনায় নবনির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন বাগাদী ইউপি চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন।

নবনির্বাচিত ইউপি চেয়ানম্যানরা হলেন- বিষ্ণপুর ইউপির নাছির উদ্দিন খান শামিম, আশিকাটি ইউপির বিল্লাল পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউপির মাসুদুর রহমান নান্টু, মৈশাদী ইউপির নুরুল ইসলাম পাটওয়ারী, রামপুর ইউপির আল-মামুন পাটওয়ারী, তরপুরচণ্ডী ইউপির ইমাম হাসান রাসেল গাজী, বাগাদী ইউপির মো. বেলায়েত হোসেন, বালিয়া ইউপির রফিকুল্যাহ পাটওয়ারী, চান্দ্রা ইউপির খান জাহান আলী কালু পাটওয়ারী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলওয়াত করেন জেলা প্রশাসক কার্যালয় মসজিদের ইমাম মেহেদী হাসান ও গীতা পাঠ করেন জেলা প্রশাসক কার্যালয়ের উচ্চমান সহকারী বিমল চন্দ্র দে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।