ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

বরিশাল: বরিশাল সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পরে যায়। এতে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে চরকাউয়া ইউনিয়নের চরকাউয়াতে ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহত যাত্রী কবির জানান, পপুলার নামের বাসটি ডিসি রোড থেকে চরকাউয়া খেয়াঘাটের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।

বাসের যাত্রীরা জানায়, প্রথমে বাসের চালকই বাসটি চালাচ্ছিলেন। পরে বাসটি দিনারের পুলে এলে হেলপার জাহিদকে দেন বাসটি চালাতে। এরপরই এই দুর্ঘটনা ঘটে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
এমএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।