ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩১, ১৭ জুলাই ২০২৪, ১০ মহররম ১৪৪৬

জাতীয়

বর্ষবরণের উচ্ছ্বাসে ঢাবি শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
বর্ষবরণের উচ্ছ্বাসে ঢাবি শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়: বরাবরের মতই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি নববর্ষ ২০২২ বরণ করা হয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনকে সতর্ক অবস্থান গ্রহণ করতে দেখা যায়।

ক্যাম্পাসের নীলক্ষেত প্রবেশ পথ, শাহবাগ, দোয়েল চত্বর, চানখারপুল, পলাশীসহ আটটি পয়েন্টে বহিরাগত প্রবেশ করতে দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইডি কার্ড দেখিয়ে প্রবেশ করতে হয়। টিএসসি, উপাচার্যের বাসভবনসহ গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ সদস্যরা অবস্থান নেয়।

ঘড়ির কাঁটায় বারোটা বাজার কয়েক মিনিট পূর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টিএসসি রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয়। বারোটা বাজতেই আতশবাজি ফানুস উড়িয়ে নতুন বছরকে স্বাগত জানায় তারা।

নববর্ষ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা চৌধুরী বাংলানিউজকে বলেন, গত বছর আমরা করোনার কারণে আমরা বিশ্ববিদ্যালয়ে ছিলাম না। চাইলেও উৎসব পালন করেত পারিনি। এ বছর আমরা সবাই মিলে হলে মজা করেছি। আশা করি আগামীর দিন করোনার মহামারী থেকে বিশ্ব মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
এসকেবি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।