ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় সোলায়মান মোল্লা (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

সোলায়মান বরিশাল জেলার গৌরনদী উপজেলার কালনা গ্রামের করিম মোল্লার ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন সোলায়মান। এ সময় বরিশালগামী অজ্ঞাতনামা একটি মাইক্রোবাস মহাসড়কের পাশে থামানো একটি বেকারির ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ভ্যানটি গিয়ে সোলায়মানের শরীরে পড়লে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।