ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবদুল মতিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাটচকগৌড়ী বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল মতিন জেলার মান্দা উপজেলার মৈনম গ্রামের মৃত সোলায়মান আলীর ছেলে।

নিহতের ভায়রা ভাই রেজাউল ইসলাম জানান, নিহত আবদুল মতিন মান্দা উপজেলার মৈনম বাজারে কসমেটিকস এর ব্যবসা করেন। শনিবার রাত ৮টার দিকে নওগাঁ থেকে মান্দা ফেরার পথে হাট চকগৌড়ী বাজার নামক এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে নওগাঁগামী একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নওহাটা ফাঁড়ির ইনচার্জ জিয়াউর রহমান জিয়া জানান, রাত ৮টার দিকে রাজশাহী থেকে নওগাঁগামী একটি ট্রাক মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতেই ঘটনাস্থলেই আবদুল মতিন নিহত হন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে নওহাটা পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি ইউইডি মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।