ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

কমলাপুরে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২২
কমলাপুরে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়ে আলাল উদ্দিন (৪৬) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

রোববার (৯ জানুয়ারি) সকাল ৭টায় এ ঘটনা ঘটে।

আলাল বাড়ি ময়মনসিংহ গফরগাঁও উপজেলার হাটুরিয়া গ্রামে। তিনি কমলাপুর রেলওয়ের স্টাফ কোয়ার্টারে থাকতেন।

ঢাকা রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা মো. আমিনুল হক জানান, সকালে আলাল স্টেশনের ৩ ও ৪ নম্বর প্লাটফর্মে ইঞ্জিনের সঙ্গে বগি সংযুক্ত করার জন্য রেল লাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন। এসময় চট্রগ্রাম থেকে আসা তুর্না নিশিতা ট্রেনের ইঞ্জিন ওই লাইন দিয়ে চলে আসলে তিনি ইঞ্জিনের নিচে কাটা পড়েন। পরে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২২
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।