ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে ইলিশ সম্পদ উন্নয়নে অবহিতকরণ কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২২
সোনাগাজীতে ইলিশ সম্পদ উন্নয়নে অবহিতকরণ কর্মশালা

ফেনী: ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াত, সিনিয়র সহকারি পুলিশ সুপার মাশকুর রহমান, মৎস্য অধিদপ্তরের পরিচালক সামছুল আলম পাটোয়ারী, চট্টগ্রামের সহকারী পরিচালক মো. ওমর ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু ও জোবেদা নাহার মিলি।  

বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা, সাংবাদিক জাবেদ হোসাইন মামুন, শেখ আবদুল হান্নান, আমজাদ হোসাইন, মৎস্যজীবী প্রিয় লাল দাস, নুরুল আবছার ও দুলাল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২২
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।