ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

২০ বাংলাদেশি জেলেসহ নৌকা হস্তান্তর করলো ভারত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২২
২০ বাংলাদেশি জেলেসহ নৌকা হস্তান্তর করলো ভারত ২০ বাংলাদেশি জেলেসহ নৌকা হস্তান্তর করলো ভারত।

ঢাকা: ভারতীয় কোস্ট গার্ড জাহাজ সরোজিনী নাইডু ২০ জন বাংলাদেশি জেলেসহ 'আল্লাহর দান' নামক একটি মাছধরা নৌকাকে সফলভাবে ভারত-বাংলাদেশ সমুদ্র সীমানায় প্রত্যাবাসন করেছে।

রোববার (৯ জানুয়ারি) নৌকাটিকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলার কাছে হস্তান্তর করে।

ঢাকার ভারতীয় হাই কমিশন এ তথ্য জানিয়েছে।

ইঞ্জিন বিকল হওয়ার কারণে উল্লেখিত বোটটি সমুদ্রে ভেসে যায় এবং ভারতীয় জেলেরা সেটি দেখতে পায় বলে জানা গেছে। ভারতীয় জেলেরা মানবিক কারণে নৌকাটিকে প্রয়োজনীয় সহায়তা দেয় এবং গত ২৬ ডিসেম্বর দুর্দশাগ্রস্ত নৌকাটিকে পারাদ্বীপে টেনে নিয়ে যায়। পারাদ্বীপ মেরিন পুলিশের সহায়তায় ভারতীয় কোস্ট গার্ড মানবিক কারণে নৌকাটি ও এর ক্রুদের আশ্রয় দিয়েছে। ক্রুরা নিরাপদ এবং সুস্থ রয়েছে বলে জানা গেছে।

ভারতীয় কোস্ট গার্ড জেলে ও নাবিকদের মানবিক সহায়তাও দেয়। এই ধরনের অভিযানগুলি সমুদ্রে জেলেদের নিরাপত্তা এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করার জন্য ভারত ও বাংলাদেশের কোস্টগার্ডের মধ্যে যৌথ প্রতিশ্রুতিকে তুলে ধরে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২২
টিআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।