ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

নান্দাইলে বাসচাপায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২২
নান্দাইলে বাসচাপায় বৃদ্ধা নিহত প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে মাজেদা আক্তার (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।

রোববার (৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান এতথ্য নিশ্চিত করে জানান, মাদেজা আক্তার নান্দাইল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাঁচপাড়া এলাকায় তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। দুপুরে তিনি রাস্তা পার হতে গেলে হঠাৎ দ্রুতগতির একটি বেপরোয়া বাস তাকে চাপা দেয়। এতে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল মালেক বলেন, দুর্ঘটনার খবর শুনে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।